পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, চাঁদাবাজদের হাত থেকে মুক্তি, তাঁদের নিরাপদ কর্মসংস্থানসহ সড়কে বিভিন্ন নৈরাজ্য বন্ধে ১২ দফা দাবি জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক নেতারা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র ও প্রজ্ঞাপন অনুযায়ী মাসিক বেতন প্রদান এবং আট কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। পরিবহন শ্রমিকদের চিকিৎসা ভাতা এবং দুই ঈদ ও পূজায় উৎসব ভাতা দিতে হবে। পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি এবং হাইওয়ে ও সড়কে অহেতুক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।
Leave a Reply