এবার আকাশ পরিবহন ব্যবসায় বিপুল বিনিয়োগ নিয়ে মাঠে নামছে এয়ার ইন্ডিয়া। শিগগিরই পাচ শতাধিক উড়োজাহাজের ক্রয়াদেশ দিতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস। বোয়িং ও এয়ারবাস থেকে শতকোটি ডলার ব্যয়ে উড়োজাহাজগুলো কিনবে ভারতভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। ভারতীয় ইন্ডাস্ট্রি শিল্পের একটি সূত্র গত রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

সূত্রটি জানায়, ক্রয়াদেশের মধ্যে রয়েছে ৪০০টি সরু আকৃতির জেট ও ১০০ বা তারও বেশি প্রশস্ত আকৃতির জেট। এর মধ্যে রয়েছে এ৩৫০ মডেলের কয়েক ডজন এয়ারবাস ও বোয়িংয়ের ৭৮৭ ও ৭৭৭ মডেল। এ ক্রয়াদেশ চুক্তিটির মূল্য ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যা একক এয়ারলাইনসের সর্বোচ্চ ক্রয়াদেশের তালিকায়ও স্থান নিতে যাচ্ছে। এক দশক আগে এয়ারবাস ও বোয়িং থেকে আমেরিকান এয়ারলাইনসের ৪৬০ জেটের ক্রয়াদেশকেও ছাড়িয়ে যাবে। অবশ্য এয়ার বাস, বোয়িং বা এয়ার ইন্ডিয়া কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ভারতীয় পাইলট জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা ১৯৩২ সালে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। তবে ১৯৫৩ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়। চলতি বছরের জানুয়ারিতে পুনরায় এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ ফিরে পায় টাটা গ্রুপ।
Leave a Reply