
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিযুক্ত হয়েছেন মো. ইসহাক। এর আগে তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী পদে দায়িত্বরত ছিলেন। গত বুধবার তিনি এই পদে যোগ দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের গ্রেডেশন তালিকার জ্যেষ্ঠতম প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগদানের ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।
নতুন নিয়োগ পাওয়া প্রধান প্রকৌশলী মো. ইসহাক এর আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী গ্রেড-২ ছিলেন। সেই সময় তিনি সাসেক সড়ক সংযোগ প্রকল্প-জয়দেবপুর-চন্দ্রা- টাঙ্গাইল-এলেঙ্গা ৪ লেন মহাসড়ক উন্নীতিকরণ প্রকল্পের দায়িত্ব পালন করেছেন।
এর আগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন এ কে এম মনির হোসেন পাঠান। সম্প্রতি তিনি অবসরে গেছেন।
Leave a Reply