র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ রউফ চৌধুরী (৮৬) আর নেই। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান সুজুকি মোটরস লিমিটেডের পরিচালক শাওন হাকিম।
রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসঙ্গে তিনি প্রয়াত রউফ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply