বাংলাদেশী বহুজাতিক কোম্পানি ওয়ালটন বাজারে নিয়ে এলো সাশ্রয়ী ই-বাইক। ছয় থেকে আট ঘণ্টা চার্জ দিয়ে এই বাইকে ৪০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া যাবে। প্রতি কিলোমিটারে সর্বোচ্চ খরচ পড়বে মাত্র ১০ পয়সা। এমন একটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। পরিবেশবান্ধব এই ই-বাইকের নাম তাকিওন লিও। এর তিনটি সংস্করণ এসেছে বাজারে। সম্প্রতি এই বাইক বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, তাকিওন বিআরটিএ অনুমোদিত বৈদ্যুতিক বাইক। বর্তমানে ২ মডেলে ৪ রকমের ওয়ালটন ই-বাইক পাওয়া যাচ্ছে। ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকেই ওয়ালটনের ই-বাইকে চার্জ দেওয়া যাচ্ছে। শব্দ ও পরিবেশদূষণমুক্ত এই বাইকে রক্ষণাবেক্ষণ খরচ কম, চালানো সহজ ও নিরাপদ।
নতুন আসা তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেল সংস্করণে পাওয়া যাচ্ছে। একবার চার্জে বাইকটি ৪০ কিলোমিটার চলবে। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা।
তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এক চার্জে ৭০ কিলোমিটার যাওয়া যাবে। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা।
তাকিওন লিওতে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে ৮০ কিলোমিটার চলা যাবে একবার চার্জ করে। দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
তাকিওন ১.০০ মডেলের ই-বাইকটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। লাল, নীল ও ধূসর রঙের সাশ্রয়ী বাইকটির দাম ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
Leave a Reply