২০২৪ অর্থবছরে জাপানে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। গাড়ির ল্যান্ডিং প্যাডের জন্য রাজধানী টোকিওর উচ্চ ভবনের ছাদগুলোকে বাছাই করা হয়েছে।
নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও মেট্রোপলিটন সরকারের এ প্রকল্পে কাজ করছে আবাসন উন্নয়ন সংস্থা মিত্সুবিশি এস্টেট। এছাড়া জাপান এয়ারলাইনস ও কানেমাতসু যৌথভাবে এ প্রকল্পে কাজ করছে। টোকিওর মারুনাউচি জেলায় মিত্সুবিশি এস্টেটের ছাদগুলোকে সম্ভাব্য ল্যান্ডিং প্যাডের সাইট হিসেবে বাছাই করা হয়েছে।
ইলেকট্রিক ভেহিকল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটল) সম্পর্কে সংশ্লিষ্টদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এর মাধ্যমে যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে। ইয়ানো রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ইভিটল উড়ন্ত গাড়ির বাজার ১২০ লাখ কোটি ইয়েনের (৯০ হাজার কোটি ডলার) কোটা অতিক্রম করবে।
Leave a Reply