
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়েছে। নির্বাচনে বিজয়ী ২৪ পরিচালক গতকাল সোমবার সকালে অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় নতুন প্রেসিডিয়াম গঠন করে। বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র ভাইস চেয়াম্যান পদে সৈয়দ ইকবাল আলী শিমুল ও মোহাম্মদ ওসমান গণি চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান পদে মো. রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ শফিকুল আলম জুয়েল নির্বাচিত হন। চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হওযার পর সৈয়দ মোহাম্মদ আরিফ সকল ভোটার, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অতীতের মতো সামনের দিনগুলোতেও শিপিং সেক্টরের উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply