বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে টেসলা অন্যতম। এ কোম্পানির সবচেয়ে বড় ও সাশ্রয়ী কারখানাটি সাংহাইয়ে অবস্থিত। সেখানে ইভির মডেল ওয়াইয়ের একটি ভার্সন তৈরির কাজ শুরু করেছে টেসলা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িগুলো চলতি বছর কানাডায় বিক্রি হবে। প্রথমবারের মতো চীন থেকে উত্তর আমেরিকায় এগুলো পরিবহন করবে ইলোন মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। এ-সংক্রান্ত একটি প্রডাকশন মেমোও রয়টার্সের হাতে এসেছে।

টেসলার সবচেয়ে বড় বাজার উত্তর আমেরিকা। মডেল ওয়াই সারা বিশ্বে টেসলার সর্বাধিক বিক্রি হওয়া মডেল। কানাডায় মডেল ওয়াইয়ের একটি নতুন ভার্সন আনার ঘোষণা দিয়েছে টেসলা। বাজারে থাকা মডেল ওয়াইয়ের বর্তমান লং রেঞ্জ ভার্সনের তুলনায় তা দামে অনেক সস্তা। অফিশিয়াল ওয়েবসাইটে টেসলা এসব তথ্য জানায়। কানাডার গ্রাহকরা আগামী মে ও জুলাইয়ের মধ্যে মডেল ওয়াইয়ের নতুন ভার্সনটি কিনতে পারবে। শুক্রবার কানাডা সরকারের ওয়েবসাইট হালনাগাদ করা হয়। মডেল ওয়াইয়ের নতুন ভার্সন ও অধিকতর দামি লং রেঞ্জ ভার্সনের ক্ষেত্রে পাঁচ হাজার কানাডীয় ডলারের প্রণোদনা দিয়েছে দেশটির সরকার। মডেল ওয়াইয়ের এ দুই ভার্সন কেনা বা চার বছরের জন্য লিজ নেয়ার ক্ষেত্রে এ প্রণোদনা কার্যকর হবে।

চলতি মাসের শুরুতে টেসলা সাংহাইয়ে নতুন মডেলটির নির্মাণ শুরু করেছে। উত্তর আমেরিকায় রফতানির জন্য গাড়িগুলোর নকশা করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজও শেষ হয়েছে। চলতি প্রান্তিকে প্রায় নয় হাজার গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টেসলা।
গত নভেম্বরে রয়টার্স এ-সংক্রান্ত একটি প্রতিবেদন করেছিল। তা থেকে জানা গিয়েছিল, উত্তর আমেরিকায় টেসলা ‘মেইড ইন চায়না’ গাড়ির কথা বিবেচনায় নিয়েছে। তবে সে সময় রয়টার্সের এ প্রতিবেদনকে উড়িয়ে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক। টুইটারের একটি পোস্টে তিনি রয়টার্সের প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। এ নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি।
Leave a Reply