
বিলাসবহুল সুপার কার কিনলেন ডান্স কুইনখ্যাত বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নতুন এ গাড়ি চোখের পলক ফেলার আগেই ১০০ কিলোমিটার গতি ছুঁয়ে ফেলতে সক্ষম। সম্প্রতি কোটি রুপির গাড়ি কিনেছেন অভিনেত্রী। আর এ গাড়ি যা তা মডেল নয়। বিশ্বব্যাপী জনপ্রিয় সুপার কার পোরসে ৯১১ টার্বো এস মডেল। শুধু লুক কিংবা পারফরম্যান্স নয়, এ গাড়ি বিশ্বের সবচেয়ে দামি পোরসে সুপার কারগুলোর মধ্যে একটি। এমন গাড়ি ভারতেও খুব একটা দেখা যায় না। গাড়িটির দাম শুরু প্রায় চার কোটি টাকা। মুম্বাইয়ের রাস্তায় পোরসে ৯১১ টার্বো এস চড়তে দেখা গিয়েছে মাধুরীকে। যা ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়ে যায় সিনেমা জগতে। এ ক্ষেত্রে জানিয়ে রাখি, মাধুরী দীক্ষিত যে সুপার কারটি কিনেছেন সেটি সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ক্লাস চার চাকা।

গাড়িতে রয়েছে টুইন টার্বো চার্জড ৬ সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে অত্যাধুনিক ৮ স্পিড পোর্শে ডবল ক্লাচ ট্রান্সমিশন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৬৫০ পিএস শক্তি এবং ৮০০ এনএম টর্ক তৈরি করে। গাড়িটি সর্বোচ্চ ৩৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। ১০০ কিলোমিটার গতি ছুঁতে গাড়িটির সময় লাগে কেবল ২.৬ সেকেন্ড। পোরসে ছাড়াও মাধুরী দীক্ষিতের কালেকশনে রয়েছে কোটি রুপির বিলাসবহুল গাড়ি। এসব গাড়ির মধ্যে আছে-মার্সিডিজ মেব্যাক এস৬৫০, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস ৪৫০, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি, রেঞ্জ রোভার স্পোর্টস, স্কোডা অক্টাভিয়া ভিআরএস, রেঞ্জ রোভার ভগ, ইনোভা ক্রিস্টা ইত্যাদি।
Leave a Reply