মেট্রো রেলের নিরাপত্তায় পুলিশের ২৩১টি পদ সৃষ্টির প্রস্তাব অবশেষে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি। এক বছর পর বিশেষায়িত ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হলো। গত ১১ এপ্রিল মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, মেট্রো রেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্বতন্ত্র বিশেষ এই ইউনিট গঠন করা হচ্ছে। এর কার্যক্রম পরিচালনায় ৩৫৭টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়। এর মধ্যে পুলিশ ক্যাডারের তিনটি পদ ও নন-ক্যাডারের পদ ৩৫৪টি। সচিব কমিটি ২৩১টি পদ অনুমোদন দিয়েছে। তবে মেট্রো রেলের নতুন লাইন স্থাপিত হলে পুলিশের আরো পদ সৃষ্টি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, পুলিশের ২৩১টি পদ সৃষ্টির অনুমোদনের প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর এই ইউনিট চালু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান গতকাল রাতে বলেন, এমআরটি পুলিশ অনুমোদনের প্রস্তাবটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এই ইউনিট গঠন করা হবে।
Leave a Reply