আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য এয়ার ট্যাক্সি তৈরিতে একসঙ্গে কাজ করবে চীন এবং আরব আমিরাত। আবুধাবিভিত্তিক কোম্পানি মোনার্ক হোল্ডিং ও চীনা প্রতিষ্ঠান ইহাং হোল্ডিংস এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় টেকসই যোগাযোগ প্রতিষ্ঠার অংশ হিসেবে স্বাক্ষরিত হয়েছে চুক্তিটি। খবর দি অ্যারাবিয়ান বিজনেস।

পরিকল্পনা অনুসারে বিদ্যুচ্চালিত উড়োজাহাজ ও যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির কেন্দ্র হবে আবুধাবি। কার্যক্রম পরিচালিত হবে আবুধাবি শিল্পকৌশল উদ্যোগ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও টেকসই অর্থনীতির নীতিমালা অনুসরণ করে। যৌথ এ উদ্যোগের মাধ্যমে টেকসই বৈদ্যুতিক উড়োজাহাজ ও ড্রোন তৈরি করা হবে। প্রতিষ্ঠিত হবে শহুরে পরিবেশ, স্থাপনা ও সুবিধাকে ব্যবহার করে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সঙ্গে থাকবে সংযুক্ত আরব আমিরাতের উদীয়মান তরুণদের প্রশিক্ষণ কেন্দ্র। যেন আবুধাবিসহ দেশের অন্যান্য শহরের তরুণরা উড়োজাহাজ পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে স্বাক্ষর রাখতে পারে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় পণ্যের জন্য বাজার বিস্তৃত হবে। চীনের সহযোগিতায় গতিশীল হবে শিল্প খাত। বাণিজ্যের সুবিধার জন্যই বিভিন্ন বিক্রয় কেন্দ্র, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে ছড়িয়ে দেয়া হবে উড়োজাহাজে বহন করা পণ্য। আর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে উড়োজাহাজ পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকেই এক ধাপ এগিয়ে নেবে না, স্থানীয় সহযোগিতার মধ্য দিয়ে বাড়াবে বাণিজ্যনির্ভর অর্থনীতি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শহরগুলোর মধ্যে আবুধাবি শিগগিরই পরিণত হবে সবচেয়ে আধুনিক শহরে। সেদিকে ইঙ্গিত করে আবুধাবির অর্থনৈতিক উন্নয়ন বিভাগের (এডিডিইডি) উপসচিব রশিদ আবদুল করিম আল বুলুশি বলেন, ‘আবুধাবি জ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনৈতিক খাতে গুরুত্ব প্রদান করেই গ্রহণ করেছে সব পরিকল্পনা। লক্ষ্যমাত্রায় সাফল্য অর্জনের জন্য শিল্প পরিচালনায় নতুন কৌশল গ্রহণ করা প্রধান একটি নিয়ামক। সম্প্রতি স্বাক্ষরিত চুক্তি তার পূর্বসূত্র মাত্র। এর মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর আবুধাবি গঠনে সরকারের উচ্চ প্রচেষ্টা প্রমাণিত হয়। ভবিষ্যতে আবুধাবির পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিগত সম্প্রসারণ ও পরিবেশভিত্তিক অবকাঠামো বিশেষ ভূমিকা পালন করবে।’
বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করাকে প্রাধান্য দিয়ে কাজ করছে আবুধাবি। এডিডিইডি ব্যবসা ও অর্থায়নকে সহজ করার লক্ষ্যে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে।
মোনার্ক হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রধান হোসাইন আলি আল ওমাইরাহ বলেন, ‘উদ্যোগটি আবুধাবির ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। সহায়তা করবে আবুধাবিকে স্মার্ট সিটিতে পরিণত করার জন্য সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা।
Leave a Reply