
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সম্প্রতি সিগারেট খাওয়ার অভিযোগে এক কেবিন ক্রুকে গ্রাউন্ড করা হয়েছে। ঘটনার কারণ জানতে চেয়ে তাঁর কাছে চিঠি পাঠিয়েছে বিমান কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিমান সূত্র জানায়, ওই ক্রুর নাম মেরিয়ান অধিকারী মেরী। তিনি বিমানের জুনিয়র পার্সার হিসেবে কাজ করছেন। এক ভিডিওতে তাঁকে বিমানের খাবার রাখার জায়গায় ইউনিফরম পরে সিগারেট খেতে দেখা গেছে। চিঠিতে বলা হয়, এমন কর্মকাণ্ডের জন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা পত্রপ্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। নয়তো বিমানের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলা হয়।
Leave a Reply