বাংলার সন্তান বিশ্ব ভূপর্যটক রামনাথ বিশ্বাসকে স্মরণে রেখেছে কলকাতা। বাংলাদেশে যদিও তার সম্পত্তি দখল করে স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তৎপর রাজনৈতিক দুর্বৃত্তরা। কলকাতায় পুরো একটি লেন রয়েছে রামনাথ বিশ্বাসের নামে। এটি আমাদের জন্য এক অন্যরকম ভালোলাগার বিষয়। যদিও এই মহান পর্যটককে আমরা মূল্যায়ন করতে পারিনি।
রামনাথ বিশ্বাসের জন্ম ১৮৯৪ সালে, হবিগঞ্জের বানিয়াচংয়ে। দেশভাগের পর কলকাতায় চলে যান রামনাথ বিশ্বাস। এই লেনের কোনো বাড়িতেই হয়তো তিনি থাকতেন। সেখানেই ১৯৫৫ সালে মৃত্যু হয় তাঁর।
রামনাথ বিশ্বাস ১৯৩৬ ও ১৯৩৭ সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেন। সেসব অভিজ্ঞতা তিনি থেকে লিখেছেন একের পর এক বই। সেই থেকে দুই চাকায় বিশ্ব দেখা বাঙালিদের অনুসরণীয় একজন তিনি।
লেনবাসী না চিনলেও কলকাতায় তবু রামনাথের নামটা টিকে আছে। কিন্তু তাঁর জন্মভূমি বাংলাদেশে সেটুকুও নেই। দু:খজনক হলো, হবিগঞ্জের বানিয়াচংয়ে তাঁর পৈতৃক ভিটা-বাড়ি দখল করে রেখেছে একজন রাজনৈতিক ক্ষমতাশালী। এনিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা দখলদারদের হামলার শিকার হন। এই হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। সে সময় প্রশাসন ভূ-পর্যটকের বসত-ভিটা উদ্ধারের আশ্বাস দিয়েছিল। পরে গত বছরের নভেম্বরে হবিগঞ্জের বানিয়াচংয়ের ভূ পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করে ‘রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগার’ নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল স্থানীয় প্রশাসন।
Leave a Reply