রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল আজ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। নতুন এই সূচিতে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে। একইসঙ্গে সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেলের চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচলের নতুন সূচি আজ সকাল থেকে কার্যকর হয়েছে।
গত ডিসেম্বরে উদ্বোধনের পর ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এপ্রিলের শুরুতে ওই সময় দুই ঘণ্টা বাড়িয়ে ট্রেন চলে ৬ ঘণ্টা। এখন সেই সময় বেড়ে দাঁড়াল ১২ ঘণ্টায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।
এই নয়টি স্টেশন হল- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।
ঢাকায় মেট্রোরেলের দ্বিতীয় অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলতি বছরে শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply