রাজবাড়ীতে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে পরিবহন শ্রমিকদের দুটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, কাভার্ডভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা বলেন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিলে কিছু সাংঘর্ষিক ধারা রয়েছে যেগুলো জামিনযোগ্য নয়। ধারাগুলো রেখে বিল পাস করা হলে সারাদেশের ৭০ লাখ মোটরশ্রমিক বিপাকে পড়বে। তাই ধারাগুলো বাতিল করে বিল পাস করার দাবি জানান তারা।
পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, কাভার্ডভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়ন।
রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ইসলাম মোল্লা, জেলা ট্রাক, কাভার্ডভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন বক্তৃতা করেন।
Leave a Reply