1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি

শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ কভার করতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে প্রায়শ বিড়ম্বনায় পড়তে হয় সাংবাদিকদের। এবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
গত রোববার বাংলাদেশে প্রথম ফিরতি ফ্লাইটে আসা হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর পর বেবিচক চেয়ারম্যান এ কথা জানান। এর আগে একাধিক সাংবাদিক বিমানবন্দরে গাড়ি পার্কিং করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান।
এম মফিদুর রহমান বলেন, ‘পার্কিং এলাকায় গাড়ি রাখার জন্য একটা জায়গা করে দেব। এটা শুধু ব্রিফিং, সংবাদ সম্মেলন বা ইভেন্টের জন্য প্রযোজ্য হবে।’
হজযাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হাজিরা হজ শেষে আজকে থেকে দেশে আসতে শুরু করেছেন। আপনারা জানেন, ১১৩টি ফ্লাইটে ১ লাখ ১৩ হাজার ৬৬৬ জন হজ পালন করতে গিয়েছেন। আসার পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও সব এয়ারলাইনসের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে হাজিদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি। হাজিদের ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থা করেছি।’
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এসেছেন ৩৩৩ জন হাজি। ফ্লাইনাস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে অবতরণ করে। এ সময় প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাঁদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT