বাংলাদেশ রিকন্ডশন্ড ভেহিকেলস ইমপোর্টার এন্ড ডিলারস এসোসিয়েশন-বারভিডা’র সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী, CAR HOUSE LIMITED এর স্বত্ত্বাধিকারি আনোয়ার হোসেন আজ বুধবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 2000-2005 সময়কালে বারভিডার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
আনোয়ার হোসেনের ছেলে অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মোটর স্পোর্টস উইনার। মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়ে অভিক আনোয়ার গত 29জুন একটি পারিবারিক গ্রুপ ছবি প্রকাশ করেন তার ফেসবুক পেজে। তাতে তিনি লিখেছেন, বাবা-মার সাথে ঈদ পালন করার সৌভাগ্য আর কতদিন পাবো জানিনা! আল্লাহর অশেষ রহমত আমার অভিবাবকদের সুস্থ রাখার জন্যে। দুআ করি আল্লাহ সবার বাবা মাকে সুস্থ রাখুক এবং একসাথে ঈদ করার তৌফিক দান করুক।
আনোয়ার হোসেনের মৃত্যুতে রিকন্ডশন্ড গাড়ির ব্যবসায়িদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আনোয়ার হোসেনের মৃত্যুতে রিকন্ডশন্ড গাড়ির ব্যবসায় অপূরণীয় ক্ষতি পূরণ হবার নয়। গাড়ি ব্যবসায়ীরা তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
Leave a Reply