দ্য লিজেন্ড রিটার্নস ট্যাগ লাইনসহ সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়ির বাজারজাত শুরু করল উত্তরা মোটরস। তেজগাঁওয়ের সুজুকি শোরুম উত্তরা সেন্টারে গাড়ির বাজারজাত উদ্বোধন করা হয়।
উত্তরা গ্রুপ অব কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান গাড়িটির উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করপোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়িটি স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও সুজুকি কে সিরিজ ১৫০০সিসির ইঞ্জিনে সজ্জিত। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্যানারমিক সানরুফ, প্যাডল শিফটারসহ ছয় স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরাসহ আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। ৯টি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে নুন্যতম ৪৭ লাখ টাকায়।
Leave a Reply