চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল হার নির্ধারণ করেছে সরকারের সেতু বিভাগ।
এই টানেল পার হওয়ার জন্য প্রাইভেট কার, জিপ ও পিকআপের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। টানেল পারাপারের জন্য যানবাহনের ১২টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, টানেল দিয়ে মাইক্রোবাস পারাপার হওয়ার জন্য জন্য ২৫০ টাকা টোল দিতে হবে। ৩১ বা তার চেয়ে কম আসনের বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। আর এর চেয়ে বেশি আসনের বাস পারাপারে টোল দিতে হবে ৪০০ টাকা। অন্যদিকে তিন এক্সেলের বাসের জন্য ৫০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
পাঁচ টন পর্যন্ত ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। একইভাবে পাঁচ থেকে আট টন পর্যন্ত ট্রাকের জন্য ৫০০ টাকা, আট থেকে ১১ টন পর্যন্ত ট্রাকের জন্য ৬০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে তিন এক্সেলের ট্রাক/ট্রেইলারের টোল নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। চার এক্সেলের ট্রাক/টেইলারের জন্য টোলহার হবে ১ হাজার টাকা। চার এক্সেলের বেশি হলে এক্সেলপ্রতি আরো ২০০ টাকা টোল দিতে হবে।
Leave a Reply