বহুল প্রচলিত ল্যান্ড ক্রুজার গাড়ির হাইব্রিড ভার্সন উন্মোচন করেছে উৎপাদনকারী কোম্পানি টয়োটা। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন বাজারে গাড়িটি পর্যায়ক্রমে বাজারজাত করা হবে। মূলত স্পোর্টস ইউটিলিটির গাড়িটিকে পুনরায় উৎপাদন লাইনে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। গাড়ি উৎপাদনে বিশ্বের অন্যতম কোম্পানিটি জানায়, নতুন মডেলের ল্যান্ড ক্রুজারটি জাপানের দুটি কারখানায় তৈরির পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে টয়োটা জানায়, উত্তর আমেরিকার বাজারে গাড়িটির হাইব্রিড মডেল বিক্রি হবে। অন্যান্য বাজারে গ্যাসোলিন বা ডিজেলচালিত ভার্সন আনা হবে। রয়টার্স।
Leave a Reply