থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি দোতলা বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে দূরপাল্লার এই কোচটি বিধ্বস্ত হয়।
বাসটি রাজধানীর সাউদার্ন বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাউই জেলায় যাওয়ার সময় প্রাচুয়াপ খিরি খান প্রদেশের একটি রাস্তা থেকে ছিটকে পড়ে।
থাই গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়ির সামনের অংশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে চেসিস গাছে আটকে গেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, চালকের পর্যাপ্ত ঘুম হয়নি কি না এবং হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply