ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ১৮ ডিসেম্বর রাতে বেশ জমকালভাবে পালিত হয়েছে। রাজধানীর গুলশানের সিটিস্কেপ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
উপস্থিত ছিলেন ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান নুসরাত জাহান প্রীতম, আমেরিকান ইয়োগা শিক্ষিকা বেটসি কিমেল, ডেপুটি গভর্নর নাজনিন আরা নাজু, শেয়ার অন এর মালিক আয়েশা খানম।
এছাড়াও উপস্থিত ছিলেন এফটিএনবি এর শুরু থেকে সাথে থাকা ভ্রমণকারী আপুরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। মাঝে ছিল গানের পর্ব, ছিল ফান গেইমস। সবশেষে নৈশভোজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply