আসন্ন ঈদযাত্রায় ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। বাড়ি ফেরা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এদিন ৩ এপ্রিলের টিকেট পাওয়া যাবে। টিকেট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষদিনে ৯ এপ্রিলের টিকেট পাওয়া যাবে।
ঈদ শেষে ফেরত টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। এদিন ১৩ এপ্রিলের টিকেট পাওয়া যাবে। ফিরতি টিকেট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের ফিরতি টিকেট বিক্রি হবে।
শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪ টি টিকেট অনলাইনে কিনতে পারবেন। ২৫ শতাংশ স্টান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ঢাকা থেকে বহির্গামী মোট ৩৩ হাজার ৫০০ টিকেট বিক্রি করা হবে।
আজ বুধবার বিকাল ৩ টায় রেলভবনের সভাকক্ষে ডিজি সরদার সাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় রেলমন্ত্রী জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।
Leave a Reply