পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্রিম ফিরতি টিকিট বিক্রি আগামী ৪ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেল। তবে এবার ঈদের ক্ষেত্রে সাত দিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট। ঈদ যাত্রা কর্মপরিকল্পনা নির্ধারণে আজ বুধবার দুপুর আড়াইটায় রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম সংবাদ সম্মেলনে রেলের ঈদের প্রস্তুতিসংক্রান্ত পরিকল্পনা তুলে ধরবেন। গতকাল রেলওয়ে সূত্র জানিয়েছে, এবারও ঈদ যাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফরম থেকেই শতভাগ টিকিট বিক্রি হবে।
Leave a Reply