বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়াতে রমজান মাসে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকে সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ।
Leave a Reply