1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

সোমালিয়ার জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ : ২৩ নাবিক জিম্মি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজের দখল নিয়ে ক্যাপ্টেনসহ ২৩ জন নাবিককে জিম্মি করেছে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালি জলদস্যুরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাটির কথা প্রকাশ পায়।
জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ চট্টগ্রামের কেএসআরএম শিল্প গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কম্পানির। এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সময় গতকাল দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে তাঁদের দস্যুদের কবলে পড়ার বার্তা পাঠানো হয়। এতে নাবিকরা আটকা পড়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
জিম্মি অবস্থায় থাকা জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিক হলেন ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান, দ্বিতীয় অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, মো. তারিকুল ইসলাম, মো. সাব্বির হোসাইন, এ এস এম সাইদুজ্জামান, মো. তৌফিকুল ইসলাম, মো. রোকন উদ্দিন, তানভির আহমদ, আইয়ুব খান, ইব্রাহিম খালিদ উল্লাহ, মোহাম্মদ আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসাইন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ আলী হোসাইন, মোশাররফ হোসেন শাকিল, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ নুর উদ্দিন ও মোহাম্মদ সালেহ আহমদ। তাঁদের মধ্যে ১১ জনের বাড়ি চট্টগ্রামে। অন্যদের বাড়ি ফরিদপুর, টাঙ্গাইল, নওগাঁ, খুলনা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, নাটোর, সিরাজগঞ্জ ও বরিশাল।
নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, পথিমধ্যে ইয়েমেনের এডেনের কাছে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় প্রায় ১০০ জলদস্যুর দল। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে।
তবে নাবিকরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
জানতে চাইলে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, আপাতত জাহাজের সবাই নিরাপদে যে যার কক্ষে আছেন বলে জেনেছি। সরকারের পক্ষ থেকে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দস্যুদের দিক থেকে এখনো কোনো চাহিদা জানানো হয়নি। এরই মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ ও আলোচনা শুরু হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে।
সমুদ্রগামী নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘জিম্মি এক ক্রু সদস্যের কাছ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। মেসেজে বলা হয়, জলদস্যুরা জাহাজটির দখল নিয়েছে এবং তাঁদের কেবিনের মধ্যে আটকে রাখা হয়েছে। দস্যুদের কাছে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। ক্রুরা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। আমরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
এসআর শিপিং কম্পানির মিডিয়া পরামর্শক মিজানুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এর আগে ২০১০ সালের ডিসেম্বরে এমভি জাহানমনি নামে তাঁদের আরেকটি পণ্যবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল। তিন মাস পর মুক্তিপণ দিয়ে ২৬ নাবিককে উদ্ধার করা হয়। ২০১৬ সালে তৈরি এমভি আবদুল্লাহ জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার। এটি গত বছর সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ।
ব্রিটিশ নৌবাহিনীর অধীন সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসও (ইউকেএমটিও) গতকাল বলেছে, তারা সোমালিয়ার মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে বহিরাগতদের ওঠার ঘটনার খবর পেয়েছে। সুষ্ঠু নৌবাণিজ্যের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি বলেছে, কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউকেএমটিও জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে এলাকাটি পার হওয়ার এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাদের জানানোর পরামর্শ দিয়েছে।
ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। এ কারণে ওই জলপথ ব্যবহার করে পরিচালিত পণ্য পরিবহন ব্যবসা ঝুঁকির মুখে পড়ছে।
উল্লেখ্য, প্রায় একযুগ আগে ২০১১ সালে চট্টগ্রামের একই গ্রুপের জাহাজ ‘জাহানমনি’ জলদস্যুদের কবলে পড়ে মোটা অংকের মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT