২০২৪ সালের মধ্যে আকাশে ওড়ার লক্ষ্য সামনে রেখে দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করছে এয়ারলাইন্সটি। দেশের এভিয়েশন খাতে নতুন বেসরকারি প্রতিষ্ঠান ফ্লাই ঢাকা এয়ারলাইন্স চলতি বছরের নভেম্বরের মধ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
গতকাল (২৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জনানো হয়, সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ফ্লাই ঢাকা’ এয়ারলাইন্স। এরইমধ্যে এয়ার ক্রাফট নিশ্চিত করাসহ এওসির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করে হচ্ছে।
২০২৪ সালের মধ্যে আকাশে ওড়ার লক্ষ্য সামনে রেখে দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করছে এয়ারলাইন্সটি।
এ প্রসঙ্গে ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের সিইও লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর (অব.) বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব করার যে লক্ষ্য স্থির করেছেন, সেই লক্ষ্য অর্জন এবং বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য নিরলস কাজ করে যাবে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স।
তিনি আরও বলেন, শুধু অভ্যন্তরীণ বাজার নয় বরং বিশ্ব বাজারেও শক্ত ভীত গড়তে চায় ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। সেই লক্ষ্যকে সামনে রেখে এশিয়ার একটি জায়ান্ট এয়ারলাইন্সের সঙ্গে সমঝোতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
‘কানেক্টিং ড্রিমস, ইউনিটিং ডেস্টিনিশেন্স’-এই স্বপ্নকে সামনে রেখে নিরলস কাজ করে যাচ্ছেন ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের কর্মীরা।
অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এটিআর ৭২-৬০০ মডেলের এয়ার ক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির। পরবর্তীতে বহির্বিশ্বে ফ্লাইট পরিচালনার জন্য বহরে এয়ারবাস/বোয়িং এয়ার ক্রাফট ব্যবহারের পরিকল্পনা করেছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স।
ফ্লাই ঢাকা চালু হলে দেশে মোট বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে চারটিতে। অন্য তিনটি এয়ারলাইন্স হলো– নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা।
Leave a Reply