1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ

বিমানে টিকিট সিন্ডিকেটের সুযোগ নেই : শফিউল আজিম

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ নিয়ে ঢালাও অভিযোগগুলো মধ্যে রয়েছে টিকিট সিন্ডিকেট। যাত্রীরা হরহামেশাই অভিযোগ করেন, টিকিট কাটতে গেলে পাওয়া যায় না। ফ্লাইটে উঠে দেখা যায় সিট খালি। সম্প্রতি সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের নেতা ফারুক আহমেদের ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে আবারও আলোচনায় উঠে আসে বিমানের টিকিট সিন্ডিকেটের বিষয়টি। এই প্রেক্ষাপটে রবিবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
কম দামের টিকিট আগেই চলে যায় সিন্ডিকেটের এজেন্সির হাতে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘বিমানের কোনও টিকিট যাত্রীর তথ্য ছাড়া বুকিং করা সম্ভব নয়। ফলে কেউ একসঙ্গে অনেক টিকিট যাত্রীর তথ্য ছাড়া বুকড করে রাখার কোনও সুযোগ নেই। কোনও এজেন্সি চাইলেই যাত্রীর তথ্য ছাড়া কোনও টিকিট বুকড করতে পারবে না। আবার চাইলে টিকিট বুকড করে যখন ইচ্ছা বাতিলও করতে পারবে না। পরপর তিনবার টিকিট বুকড করে বাতিল করলে এজেন্সিকে জরিমানা দিতে হবে।’
যাত্রীরা টিকিট কাটার সময় দেখেন টিকিট নেই, কিন্তু ফ্লাইটে আসন খালি—এ বিষয়ে জানতে চাইলে বিমানের সিইও বলেন, ‘বিমানের ফ্লাইট উন্মুক্ত করা হলে বিমানের সব চ্যানেলে টিকিট উন্মুক্ত হয়। জিডিএস, বিমানের সেলস সেন্টার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ সব জায়গায় একই রকমভাবে সব তথ্য পাওয়া যায়। কোন ফ্লাইটে কয়টি সিট খালি আছে, দাম কত—সব তথ্য বিমানের ওয়েবসাইট ও অ্যাপে দেখা যায়।’
শফিউল আজিম বলেন, ‘যাত্রীরা এজেন্সির বা কোনও তৃতীয় পক্ষের কাছ থেকে শোনেন টিকিট নেই। কিন্তু তারা নিজেরা বিমানের সেলস সেন্টার বা ওয়েবসাইট চেক করে দেখেন না। বিমানের সেলস সেন্টার বা ওয়েবসাইট চেক করলে প্রকৃত তথ্য পেতেন। কোনও এজেন্সি বা কোনও পক্ষ যদি মিথ্যা তথ্য দেয়, সে দায় বিমানের নয়।’
তিনি আরও বলেন, ‘এয়ারলাইন্স ব্যবসায় লিন ও পিক মৌসুম থাকে। যখন ফ্লাইটে চাপ কম থাকবে, তখন কিছু সিট খালি থাকতে পারে। যা সারা বছরের চিত্র নয়। আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা ঢালাও মনগড়া অভিযোগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব টিকিট সব চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত। যাত্রীরা যেকোনও অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT