রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি গাড়ি দুমড়ে–মুচড়ে চুরমার হয়ে গেছে। বুধবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের একটি গাড়ি। গাড়ির সামনে সরকারি স্টিকার ও হুটার লাগানো।
রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহা. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ির চালক ও যাত্রী সুস্থ ছিলেন। পরে ট্রেন চলে যাওয়ার পরে তারাও চলে যান।
Leave a Reply