বন্দরের পাওনা না মিটিয়ে এবং অনুমতি ছাড়া জাহাজ কেটে আইন লঙ্ঘন করায় ‘এমভি নিউ গোলাম রহমান’ নামে একটি লাইটারেজ জাহাজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বারৈ জাহাজ মালিককে এ দণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বারৈ বলেন, মালিকপক্ষ অবৈধভাবে গোপনে কেটে নিয়ে যাচ্ছিল লাইটার জাহাজটি। আমরা জানতে পেরে অভিযান পরিচালনা করি। বন্দরের এক লাখ টাকা পরিশোধ করেননি জাহাজের মালিক। এ ছাড়া অবৈধভাবে জাহাজ কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে জাহাজ কাটা শুরু করায় পরিবেশ অধিদপ্তরও ওই জাহাজের মালিককে জরিমানা করতে পারবে। তাই বিষয়টি চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।
জানা যায়, গত ২১ জুন সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটির এক পাশের তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সি বিচ এলাকার দিকে চরে উঠিয়ে দেওয়া হয়। তবে দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা কেউই ওই ঘটনায় হতাহত হননি। জাহাজটিতে ৯০০ টন ডাল ছিল।
বুড়িগঙ্গার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Leave a Reply