স্টেশনের মানোন্নয়ন এবং একসেস কন্ট্রোল সিস্টেম উন্নয়নের পর গতকাল বৃহস্পতিবার চালু করা হয়েছে তিনটি রেলস্টেশন। ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদী—এই তিনটি স্টেশন চালু করা হয়েছে পাঁচ মাস পর। গত ২৫ মার্চের পর গতকাল এই তিন স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি এবং যাত্রী তোলা হয়।
গত মার্চে করোনা সংক্রমণ দেখা দিলে ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। গত ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চললেও এই তিন স্টেশনে কোনো যাত্রী উঠানামা করেনি। কোনো ট্রেনও যাত্রা বিরতি করেনি।
রেলওয়ে সূত্র জানায়, টিকিট ছাড়া যাত্রী প্রবেশ ঠেকাতে একসেস কন্ট্রোল সিস্টেম উন্নয়ন ও প্ল্যাটফর্ম সংস্কারের কারণে স্টেশন বন্ধ রাখা হয়। গতকাল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের একসেস কন্ট্রোলের উদ্বোধন করা হয়
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নরসিংদী-১ আসনের এমপি লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চালু হলো ১৪ জোড়া ট্রেন : ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি ধাপে ৮৪টি ট্রেন চালুর লক্ষ্যমাত্রা ঠিক করেছে রেলওয়ে। এরই অংশ হিসেবে প্রথম দফায় গতকাল বিভিন্ন রুটে ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়েছে।
Leave a Reply