দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের মোটর ভেহিকেল ডিভিশন (এমভিডি) সম্প্রতি আইটিডি বাংলাদেশকে ছয় ইউনিট জেএসি ডাবল কেবিন পিকআপ (ছয়টি) হস্তান্তর করেছে। এনার্জিপ্যাক মোটর ভেহিকেল ডিভিশনের হেড অব অপারেশনস ও মহাব্যবস্থাপক জসীম উদ্দিন (স্বপন), হেড অব করপোরেট সেলস আব্দুল্লাহ আল মারুফ ও হেড অব সার্ভিস প্রকৌশলী শ্যামল দাসের কাছ থেকে আইটিডি বাংলাদেশের মেকানিক্যাল অ্যান্ড প্ল্যান্ট ম্যানেজার পাওয়াত পালেসর্ন পিকআপের চাবি গ্রহণ করেন। এ সময় এনার্জিপ্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
Leave a Reply