আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আইএটিএ বলছে, তারা হিসাব করে দেখেছে যে প্রতি মাসে ১৩ বিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩ লাখ ডলার ক্ষতির মুখে পড়বে বিমান সংস্থাগুলো।
করোনাভাইরাসের প্রভাব কোনও কোনও দেশে কিছু কমে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে।
তারপরও সহসাই মার্কেট স্থিতিশীল হবে না বলে মনে করবে আইএটিএ।