সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান সভাপতি ও নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজধানীর সড়ক ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ এবং যুগ্ম-সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে উপ-বিভাগীয় প্রকৌশলী শুভ্র দাস নির্বাচিত হয়েছেন।
প্রথমবারের মত অনলাইনে অনুষ্ঠিত সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির এই নির্বাচনে রেকর্ড ৮৩ শতাংশ সদস্য প্রকৌশলী স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহণ করেন। এর আগে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ও ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply