সৌদিতে অনুষ্ঠিত ৪১তম জিসিসি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে কাতারের সঙ্গে সীমানা পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতার এয়ারওয়েজের কিছু বিমান চলাচল শুরু করেছে।
কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে খালিজ টাইমস এক প্রতিবেদনে বলেছে, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কিছু ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে কাতার এয়ারওয়েজ।
৭ জানুয়ারি দোহা থেকে জোহানেসবার্গের উদ্দেশে ৮টা ৪৫ মিনিটে প্রথম বিমান ছেড়ে যায়।
সৌদি আরব ঘোষণা দিয়েছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাতারের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছিল, তা সৌদি আরবের মিত্র দেশগুলো তুলে নিচ্ছে।
গত মঙ্গলবারের জিসিসি সম্মেলনে চুক্তি স্বাক্ষরের জেরে এ সিদ্ধান্ত এলো।
Leave a Reply