শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস খুলনায় তিন দিনের সুজুকি গাড়িমেলা আয়োজন করেছে। শনিবার নগরীর শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনে মেলা শুরু হয়। সোমবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক উত্তরা মোটরস আয়োজিত মেলা উদ্বোধন করেন। এ সময় উত্তরা মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। মেলায় স্মার্ট হাইব্রিড অত্যাধুনিক প্রযুক্তির সুজুকি আরটিগা ও সিয়াজ সিডান, সুইফ্ট, ওয়াগনার ও আলটো হেজব্যাক, ইকো অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন মডেলের সুজুকি গাড়ি বিশেষ মূল্যছাড় এবং সহজ শর্তে ঋণে কেনা যাবে।
Leave a Reply