চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল শনিবার দোহাজারী রেলওয়ে স্টেশনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
রেলমন্ত্রী বলেন, যাত্রী চাহিদা পূরণে প্রথম পদক্ষেপ হিসেবে এই ডেমু ট্রেনগুলো দেওয়া হলো। সামনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটিই রেলওয়ের। একটি পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগ এবং আরেকটি হচ্ছে মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। এ ছাড়া দোহাজারীতে একটি অত্যাধুনিক জংশন হবে।
ক্যাম্পাস খুললেই চবি পাচ্ছে নতুন ট্রেন : চবি সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস খুললেই নতুন একটি ট্রেন পাবেন শিক্ষার্থীরা। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে রেলমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন।
Leave a Reply