আসছে এপ্রিলেই ঢাকা-টরন্টো রুটে ডানা মেলবে বাংলাদেশ বিমানের। যদিও প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মার্চেই ফ্লাইট চালুর। তবে করোনায় দীর্ঘ অচলাবস্থার কারণে এ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি জানিয়েছেন, এপ্রিলেই ঢাকা থেকে সরাসরি কানাডার টরন্টোতে চালু হবে বিমানের ফ্লাইট।
এছাড়া, ফ্লাইট চলাচলে জাপান দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়ায়, প্রায় ১৪ বছর পর ঢাকা-টোকিও রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর ব্যাপারেও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বিমান নতুন রুট হিসেবে চেন্নাইতেও চালু করতে যাচ্ছে ফ্লাইট। তবে টোকিও এবং চেন্নাইতে ঠিক কবে ফ্লাইট চালু হবে তা নিশ্চিত না করলেও প্রতিমন্ত্রী ঈঙ্গিত দিয়েছেন, করোনা সংকট কেটে গেলেই এ দুটি রুটে চালু হবে বিমানের ফ্লাইট।
Leave a Reply