বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা অবস্থিত সৌদি আরবের জেদ্দা নগরীতে। আরামকো নামক এই তেল স্থাপনার ওপর আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। আগেই তারা সৌদি আরবকে হুঁশিয়ার করেছিল এই আক্রমণের ব্যাপারে। সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এমন আক্রমণ অব্যাহত রাখবে ইয়েমেনের যোদ্ধারা।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী আরামকো তেল স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি জানান, কুদস-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় যোদ্ধারা।
২০১৫ সালে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
জেনারেল সারিয়ি আরো জানিয়েছেন, ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এ হামলাও নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং ড্রোন তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান তিনি।
Leave a Reply