1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

রেলের প্রায় ১৮ হাজার পেনশনভোগী এখন অনলাইন পেমেন্টের আওতায়

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ১৮ হাজার পেনশনারকে ইএফটি’র আওতায় এনেছে রেলওয়ে। পেনশন পরিশোধের ক্ষেত্রে এই যুগান্তকারী পরিবর্তনের ফলে পেনশনারদের ভোগান্তি হ্রাসসহ স্বচ্ছতা নিশ্চিত হবে। তাছাড়া সরকারি সেবা প্রাপ্তিতে সরকার ঘোষিত ‘Service @door step’ বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পেনশনারদের সুবিধা ইএফটি এর মাধ্যমে প্রদানের কার্যক্রম বাস্তবায়ন শুরু করে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন হিসাব বিভাগ। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষে সকল পেনশনারকে ইএফটি এর আওতায় আনয়নের লক্ষ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগ কর্তৃক গৃহীত “কর্মপরিকল্পনা মার্চ-২০ হতে মার্চ-২০২১ সাল” নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই বাস্তবায়িত হয়েছে।
অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্বাঞ্চল) কামরুন নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাকালীন সময় এবং বিভিন্নভাবে দায়িত্বশীলরা প্রায় ১৮ হাজার পেনশনারদের ইএফটির আওতায় আনার জন্য প্রতিনিয়ত কাজ করেছেন। এই কার্যক্রমের কার্যক্রমের সফল বাস্তবায়নও হয়েছে। সরকারী এই সেবা প্রাপ্তিতে ‘Service @door step’ বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি মাইলফলক।
আরো বলেন, বৃদ্ধ পেনশনারদের আর্থিক কষ্ট এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে স্বল্পতম সময়ে রেলওয়ের পেনশনারদের এই সুবিধা প্রদানের কার্যক্রমকে একটি চ্যালেঞ্জিং কার্যক্রম হিসেবে বাস্তবায়ন করা হয়েছে। তাছাড়া পেনশনারগণকে যারা প্রয়োজনীয় তথ্য উপাত্ত যথাসময়ে সরবরাহ করে এই বিশাল কর্মযজ্ঞ সু-সম্পন্ন করতে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জানা গেছে, “মুজিব জন্ম শতবর্ষে অঙ্গীকার, ইএফটিতে শতভাগ পেনশনার” এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে হিসাব বিভাগ, পূর্বাঞ্চলের শতভাগ পেনশনারকে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)’র আওতায় আনয়ন কার্যক্রম সম্পন্নকরণে এক আলোচনা সভা সিআরবিতে অনুষ্টিত হয় গতকাল বৃহস্পতিবার। পূর্বাঞ্চল রেলওয়ে হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা জনাব কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে হিসাব বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) মোঃ আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, সিএমই বোরহান উদ্দিন ও সিসিএম নাজমুল আলম, ডিসিএ (চট্টগ্রাম) মো: সোহেল আহমেদ, পরিবহন অডিট অধিদপ্তরের উপ-পরিচালক জিনিয়া আক্তার সুপতা, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইউনুস মিয়া, সোনালী ব্যাংক লি: সিআরবি শাখার ব্যববস্থাপক মোহাম্মদ আবুবকর সিদ্দিকসহ পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানগণ, চট্টগ্রামে কর্মরত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের অফিস প্রধানগণ এবং রেলওয়ে হিসাব বিভাগের কর্মকর্তা/কর্মচারীগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT