যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ আগের মতোই বেড়েছে।
পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এ কারণে যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। যা আগামী ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা ১২টি দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
এই সিদ্ধান্তের ফলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কোনো নাগরিকের পক্ষেও ১৮ এপ্রিলের আগে ঢাকায় আসা সম্ভব হবে না।
Leave a Reply