1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশের সকল পর্যটনকেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে দেশের প্রায় সব পর্যটনকেন্দ্র আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। পর্যটক নিষিদ্ধ করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। গতকাল বৃহস্পতিবার থেকে এ নিধেষাজ্ঞা কার্যকর হয়েছে।
সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল সকালে। পরে রাতে কক্সবাজার সৈকত বন্ধের ঘোষণা দেওয়া হয়।
গত বুধবার বান্দরবান জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে পাহাড়িদের বর্ষবরণ উৎসবের সব আয়োজনও বাতিল করেছে। একই দিন রাতে কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে সব হোটেল-মোটেল বন্ধসহ পর্যটক আগমনে নিষেধাজ্ঞার কথা জানায়। খাগড়াছড়িতে রাত ১০টার পর জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহন ছাড়া সাধারণের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সভা-সমাবেশও বন্ধ থাকবে। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে তড়িঘড়ি এমন ঘোষণা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক হোটেল ব্যবসায়ী। তাঁরা জানান, এপ্রিল মাসেও তাঁদের বেশ কিছু বুকিং ছিল। এসব বুকিং বাতিল হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়বেন।
এর আগে গেল বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করা হয়। প্রায় পাঁচ মাস পর সেগুলো খোলা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT