ভারত থেকে আগত গাড়িচালক ও শ্রমিকদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছাড়া বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ভারত থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ প্রতিরোধে সতর্ক হতে হবে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতে তৃতীয় রূপান্তরিত করোনার আবির্ভাব এবং তার সংক্রমণ ক্ষীপ্রতা ও মারাত্মক আকার ধারণ সম্পর্কে যখন সতর্কতা ব্যক্ত করেছেন, তখন ভারত থেকে আগত গাড়িচালক ও শ্রমিকদের সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের খোলামেলা মেলামেশার বিষয়টি আশঙ্কা সৃষ্টি করেছে। বিবৃতিতে সীমান্তে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর হওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশীদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ সংগঠক অনুপ কুণ্ডু ও সামিউল আলম।
Leave a Reply