1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সমুদ্র দূষণের সাজা বাড়িয়ে জলসীমা আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

‘রাষ্ট্রীয় জলসীমা এবং সামুদ্রিক অঞ্চল আইন-২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩ মে) মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত আইনটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের আইনে সামুদ্রিক দূষণের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড শাস্তির বিধান ছিল। তবে সংশোধিত আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বনিম্ন দুই কোটি টাকা থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের ওপর বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এবং সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণে ‘রাষ্ট্রীয় জলসীমা এবং সামুদ্রিক অঞ্চল (আইন)-১৯৭৪’ প্রণয়ন করেন।
পরবর্তী সময়ে, ১৯৮২ সালে ইউনাইটেড কনভেনশান অন দ্যা ল অফ দ্যা সি (আনক্লস, ১৯৮২) জাতিসংঘে পাস হয়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক আইনসমূহ এবং সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায়সমূহের যথাযথ প্রতিফলনের জন্য ‘রাষ্ট্রীয় জলসীমা এবং সামুদ্রিক অঞ্চল আইন -১৯৭৪’ অধিকতর সংশোধনপূর্বক ‘রাষ্ট্রীয় জলসীমা এবং সামুদ্রিক অঞ্চল আইন-২০২১’-এর খসড়া তৈরি করা হয়। পরবর্তীতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হয়। সংশোধিত আইনে ৩৫টি ধারা রয়েছে, যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
১) পুরাতন আইনটি যুগোপযোগী করার নিমিত্তে আধুনিক মেরিটাইম সংক্রান্ত বিষয়াবলি ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।
২) বিদেশি জাহাজ বা ডুবোজাহাজের বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এখতিয়ার ও দেওয়ানি এখতিয়ার উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩) পূর্বের আইনের পার্শ্ববর্তী অঞ্চলের সংজ্ঞা ও সীমা আনক্লস, ১৯৮২- এর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলের ব্যাপ্তি ১৮ থেকে ২৪ মাইল করা হয়েছে।
৭) সংশোধিত আইনে সমুদ্রশাসন, ব্লু ইকোনোমি, মেরিটাইম সহযোগিতা সংক্রান্ত নির্দেশনামূলক বিধিবিধান সংযোজিত হয়েছে এবং বিশেষ করে মেরিটাইম বিজ্ঞান গবেষণা পদ্ধতি ও অনুশাসন সংক্রান্ত বিধানাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
৮) পূর্বের আইনে সামুদ্রিক দূষণের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড শাস্তির বিধান ছিল যা সংশোধিত আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বনিম্ন দুই কোটি টাকা থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
৯) এতদিন চট্টগ্রাম বন্দরে জাহাজে যে সকল চুরি সংঘটিত হত তা জলদস্যুতার ঘটনা হিসেবে লিপিবদ্ধ হত। সংশোধিত আইনে জলদস্যুতার সুস্পষ্ট সংজ্ঞা প্রদানপূর্বক এ সব অপরাধ সংক্রান্ত বিধিবিধান সংযোজন করা হয়েছে।
১০) বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা দিয়ে অন্য দেশের জাহাজ ও ডুবোজাহাজের নির্দোষ অতিক্রমণ সংক্রান্ত বিস্তারিত ধারা যুক্ত করা হয়েছে।
১১) জলদস্যুতার নিমিত্তে ব্যবহৃত জাহাজে পরিদর্শন, আরোহণ, জব্দ, সম্পদ বাজেয়াপ্ত এবং গ্রেফতার সংক্রান্ত বিধিবিধান সংযুক্ত করা হয়েছে।
১২) অভ্যন্তরীণ জল এবং রাষ্ট্রীয় জলসীমাতে নিউক্লিয়ার অথবা বিপজ্জনক পরিত্যক্ত জিনিস নিক্ষেপ করার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
১৩) বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মহীসোপান এবং মহীসোপান অঞ্চলে কোনো বিদেশি জাহাজ বা ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ বা এতদ অঞ্চলের বিধিবিধান ভঙ্গের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
১৪) সমুদ্রে যেসব অপরাধ সংঘটিত হয় তা ভিন্নমাত্রিক হওয়ায় পৃথক মেরিটাইম ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার বিধান রাখা হয়েছে। এছাড়া, অনেক ক্ষেত্রে সমুদ্রে সংঘটিত অপরাধ বা দুর্ঘটনার সাক্ষী পাওয়া যায় না। এ কারণে অনেক অপরাধের সঠিক বিচার হয় না। তাই এ ধরনের অপরাধ বা দুর্ঘটনা সংক্রান্ত ভিডিও, ছবি বা ইলেকট্রনিকস রেকর্ডকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার বিধান সংযোজন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT