আগামী জুলাইয়ের নির্ধারিত চলাচল সূচি অনুযায়ী অতিরিক্ত ৪০০ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। ইউরোপীয় দেশগুলোয় পুনরায় ভ্রমণ সহজ করে দেয়াসহ মহামারী-পরবর্তী বিধিনিষেধ শিথিল করার কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। খবর রয়টার্স।
ইউনাইটেড এয়ারলাইনস জানায়, গত বছরের তুলনায় এ বছর গ্রীষ্মে ভ্রমণের জন্য অগ্রিম বুকিং বেড়েছে ২১৪ শতাংশ পর্যন্ত। ২০১৯ সালের জুলাইয়ের তুলনায় এ বছর তারা যুক্তরাষ্ট্রে আরো ৮০ শতাংশ পর্যন্ত ফ্লাইট বৃদ্ধি করবে।
রেটিং এজেন্সি মুডি’সের মতে, বৈশ্বিক কভিড টিকা প্রয়োগের বর্তমান হার বিশ্বব্যাপী বাণিজ্যিক উড়োজাহাজ ভ্রমণকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে আনবে। একই সঙ্গে মার্চে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উড়োজাহাজ ভ্রমণ জোরদারভাবে আগের অবস্থা ফিরে পাবে বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে আগামী মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন তাদের কভিড-১৯-সংক্রান্ত ভ্রমণ বিধিমালা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণকারীরা অনেকটা সহজেই ইউরোপ ভ্রমণের সুযোগ পাবেন।
যাত্রীদের ইউরোপ ভ্রমণের জন্য ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া ও এথেন্সের মতো শহরগুলোয় সপ্তাহে চারটি ফ্লাইট চালু করবে সংস্থাটি।
Leave a Reply