জাহাজে কন্টেইনার পরিবহনে খরচ বেড়েছে ৪৮৫ শতাংশেরও বেশি। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম জেনিটা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০২১ সালের প্রথম পাঁচ মাসে কন্টেইনার পরিবহনে খরচের পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি। সামনের মাসগুলোতে খরচের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কন্টেইনার পরিবহনে খরচের পরিমাণ নিয়ে হিসাব করেছে জেনিটা। এতেই দেখা গেছে ৪৮৫ শতাংশেরও বেশি খরচ বেড়েছে কন্টেইনার পরিবহনে। সবচেয়ে খরচ বেশি হয় রটারডাম-সাংহাই রুটে। এ রুটে বর্তমানে একটি ৪০ ফুটি কন্টেইনার পরিবহনে খরচ পড়ে ১০ হাজার ১৭৪ মার্কিন ডলার (৮ লাখ ৬৪ হাজার টাকা)। অথচ এর আগে কখনোই ৩ হাজার মার্কিন ডলারের বেশি খরচ পড়েনি। করোনাভাইরাস মহামারীর আগে থেকেই খরচ বাড়ার ধারা শুরু হয়েছিল। মহামারী শুরুর পর কন্টেইনার পরিবহনে মূল্য কেবল লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
জেনিটার সিইও প্যাট্রিক বার্গলান্ড বলেন, ’করোনাভাইরাসের মহামারীর সময়ে আমরা বিভিন্ন দেশে নানা ধরণের ইকুইপমেন্ট তৈরী হতে দেখছি। এতে করে কন্টেইনার পরিবহনে খরচের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কিছুটা স্বস্তি হয়ত পাওয়া যাবে। তবে শিগগিরই খরচ কমার কোনো সুযোগ দেখছি না। ‘
Leave a Reply