হবিগঞ্জের শাহজীবাজার রিয়াজনগরে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিগ্লোরী টায়ারস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষে অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিগ্লোরী টায়ারস্ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফুল বারী, মেঘনা গ্রুপের পরিচালক আনোয়ারুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ওয়াসিম তালুকদার, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক জাহিদুল হাসান, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক রবিউল ইসলাম, মহাব্যবস্থাপক (নতুন দায়িত্বপ্রাপ্ত) এফ এম আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কারখানায় বার্ষিক প্রায় ১০ মিলিয়ন পিস বাইসাইকেল টায়ার ও ১০ মিলিয়ন পিস বাইসাইকেল টিউব উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply