1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিচ্ছে এক হাজার ৬২০ জনবল : নিয়োগ-বাণিজ্যের আশঙ্কা

শহিদুল আলম
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

ঢাকার শাহজালালসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের জন্য এক হাজার ৬২০ জন দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনা করছে উড়োজাহাজ নিয়ন্ত্রণ সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ষষ্ঠ থেকে ২০ গ্রেড পর্যন্ত এসব জনবল নিচ্ছে বেবিচক। কর্মকর্তারা জানান, গত মাসে এসব জনবল নিয়োগে প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আজ ২০ জুন শেষ হচ্ছে আবেদনের সময়সীমা। গত শুক্রবার পর্যন্ত এক লাখ ২৫ হাজার প্রার্থীর আবেদন জমা পড়েছে। এতে নিয়োগ-বাণিজ্যের আশঙ্কা করা হচ্ছে। তবে বেবিচক জানিয়েছে, এবার জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই।
অভিযোগ উঠেছে, এরই মধ্যে এসব জনবল নিয়োগে বাণিজ্যের চিন্তাভাবনায় মাঠে নেমেছে বেবিচকের একশ্রেণির কর্মকর্তা। এর আগে ২০১৮ সালে বিভিন্ন গ্রেডে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে অনিয়ম-দুর্নীতির অর্থ ভাগাভাগি নিয়ে নিয়োগ কমিটির দু-একজন কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নিয়োগ কমিটিতে বেবিচকের উপপরিচালক (প্রশাসন) ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক (অর্থ) ও সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পরিচালক (যোগাযোগ) ও সদস্য হামিদুল হক, পরিচালক (এটিএস/এরো.) ও সদস্য নুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য শহীদুল আফ্রোজ, উপসচিব ও সদস্য মফিজুল ইসলাম পাটওয়ারী, পরিচালক (প্রশাসন) ও সদস্য সাইফুল ইসলাম, সদস্য (নিরাপত্তা) শাহ মুহাম্মদ ইমদাদুল হক, সদস্য (অর্থ) আবদুল হাই এবং সদস্য (প্রশাসন) ও সভাপতি হেমায়েত হোসেন ছিলেন বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, দেশের বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালালসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে জনবল সংকট নিরসনে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে এক হাজার ৬২০ জনকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এবার জনবল নিয়োগে কোনো অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। এ বিষয়ে কারও কোনো তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না। বিমানবন্দরগুলোর কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে বিভিন্ন গ্রেডের জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে তাদের নিয়োগ করা হবে। এতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বেবিচকের চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেবিচকের চেয়ারম্যান আরও জানান, আগামীতে দক্ষ আরও কয়েকশ জনবল নিয়োগ করা হবে। কারণ হিসেবে তিনি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের মহাপ্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দেশি-বিদেশি প্রশিক্ষিত দক্ষ ইঞ্জিনিয়ারসহ প্রায় পাঁচ-ছয় হাজার জনবল এতে কাজ করছে।
গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর টার্মিনালের কাজের গতি খানিকটা কমে যায়। অনেক শ্রমিক করোনায়ও আক্রান্ত হন। বর্তমানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিয়েছেন এবং পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় ১৭ শতাংশের বেশি দৃশ্যমান হয়েছে। দৃষ্টিনন্দন ও সুপরিসর আধুনিক বিমানবন্দর করে তোলা হচ্ছে আন্তর্জাতিক এ বিমানবন্দরকে। দেশের অন্য বিমানবন্দরগুলোর উন্নয়নেও কাজ চলছে।
কর্মকর্তারা জানান, গত সপ্তাহে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৩ সালের মাঝামাঝি। এ সময় দু-তিন মাস বাড়তে পারে। মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও স্যামসাং যৌথভাবে এ প্রকল্পের কাজ করছে। উৎস : সমকাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT