রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে উত্তরা মটরসের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মেহদাদুর রহমান ডুরান্ড (৫০) মারা গেছেন।
গতকাল শুক্রবার (২৫ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৯ জুন গুলশানের নিজ বাড়িতে দগ্ধ হন মেহদাদুর রহমান ডুরান্ড। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. ইমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুরান্ড মেহদাদুর রহমান উত্তরা মটরসের ডিএমডি ছিলেন। তাঁর বাসায় এসির গোলযোগ থেকে কোনো কারণে আগুনে দগ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ইনস্টিটিউটে গতকাল শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। তাঁর শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া ইনহেলেশন বার্ন ছিল।
উত্তরা গ্রুপের তৃতীয় প্রজন্মের এই তরুণ শিল্পদ্যোক্তাকে অকালে হারিয়ে শোকে আচ্ছন্ন উত্তরা মোটরস পরিবার। উত্তরা গ্রুপ বাংলাদেশে জনপ্রিয় ব্যান্ড বাজাজ মোটর সাইকেলসহ বিভিন্ন বানিজ্যিক যানবাহনের পরিবেশক।
Leave a Reply