বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) তেল পরিশোধনে মাইলফলক স্থাপন করেছে। ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি ইতিহাসে প্রথমবারের মতো ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এর সক্ষমতার শতভাগ।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান বলেন, প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রম, সুচিন্তিত পরিকল্পনা ও সুদক্ষ ব্যবস্থাপনার সমন্বয়েই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫৪ বছর ধরে এ প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিরবচ্ছিন্নভাবে গুণগত মানসম্পন্ন জ্বালানি তেল ?উৎপাদন করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে কভিড-১৯ মহামারির মধ্যেও ইস্টার্ন রিফাইনারি এ মাইলফলক অর্জন করল। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply